Indian Visa eToken Appointment Date Start Schedule

Indian Visa eToken Appointment Date Start Schedule

Today Indian Visa Appointment Date And Time

Today ( 18-Dec-2015 ) Aprox Date realease time:-    


MISSION               DATE                 TIME
Chittagong Mission Date Release Time:23-12-2015       &Time:- 00:00:00off day
Dhaka Mission Date Release Time: 23-12-2015        &Time:- 00:00:00off day
Rajshahi Mission Date Release Tim:29-12-2015     &Time:- 11:52:13am

Time Watch: Click Here

Support Best Browser To get appointment date:


  1. Mozilla Firefox Last Version
  2. Opera 12.62
  3. Comodo Icedragon
  4. Firefox Developer Version
  5. Or Any One 
Useful Add-Ons: CLICK NOW


Internet Support: Speed Better: 2Mbps+


  1. TeleTalk 3G
  2. Grameen Phone 3G
  3. Bangla Lion Wimax 4G
  4. Qubee 4G
  5. Robi 3G
Best ISP To get appointment Date: 





Some Stong ISP Here:.............See
1.Qubee Wimax 
2.Teletalk 3G 
3.GrameenPhone 3G
4.Banglalion Wimax
5.Airtel 3G
6.Broad Band Internet
7. Zoom Ultra Internet 

 

বিস্তারিত পড়ুন

Just ৩০ মিনিটে অনলাইনে পাসপোর্ট তৈরির a টু z মেগা টিউটোরিয়াল

Just  ৩০ মিনিটে অনলাইনে পাসপোর্ট তৈরির a টু z মেগা টিউটোরিয়াল
১ম ধাপঃ
এই পেজ এ যান অনলাইনে ফর্মটি ফিলআপ করুন এবং প্রিন্টআউট নিন।
২য় ধাপঃ
পাসপোর্ট এর ফর্মটি, আপনার ন্যাশনাল আইডি এবং পূর্ববর্তী পাসপোর্ট এর ফটোকপি (যদি থাকে) সত্তয়িত করে আগারগাও পাসপোর্ট অফিসে চলে যান।
৩য় ধাপঃ
পাসপোর্ট অফিসের পাশে সোনালী ব্যঙ্ক এ । জরুরী পাসপোর্ট করতে চাইলে ৬০০০ টাকা আর সাধারনভাবে করতে চাইলে ৩০০০ টাকা জমা দিন। রশিদটি আঠা দিয়ে ফর্মের উপর সংযজন করুন।
৪র্থ ধাপঃ
এবার সরাসরি চলে যান পাসপোর্ট অফিসের ৮ তলার ৮০৪ নং রুমে। সেখান থেকে ফর্ম টি ভেরিফাই করিয়ে নিন। তারা আপনার ফর্ম এর উপর সই করে একটি সিরিয়াল নম্বর লিখে দিবে।
৫ম ধাপঃ
এবার চলে যান ঠিক পাশের অফিসের তিন তালার ৩১০ নং রুমে। যত লাইন ই থাকুক না কেন… সরাসরি চলে যান উপ কমিশনারের রুমে এবং তাকে দিয়ে ফর্ম টি ভেরিফাই করিয়ে নিন। মনে রাখবেন অনলাইন ফর্মের জন্য কোন লাইন নাই। এখানে থেকে আপনাকে ভেরিফিকেসন করার পর পাঠিয়ে দিবে পাশের রুমে ছবি তুলতে।
৬ষ্ঠ ধাপঃ
ছবি তলার জতই লাইন থাক আপনি সজা চলে যান ১৯ নং কাউন্তারে, যা শুধুমাত্র অনলাইন ফর্ম এর সার্ভিস দেয়। সজা এই কাউন্তারে গিয়ে আপনার ফর্মটি জমা দিন। সেখানে অফিসার আপনার ছবি তুলবে, আঙ্গুলের ছাপ ও স্বাক্ষর নিবে এবং তারপর আপনাকে রশিদ ধরিয়ে দিবে। সেটা ভালো মত চেক করে রুম থেকে বেরিয়ে আসুন।
ব্যাস… আপনার ফর্ম জমা দেয়া শেষ। যেদিন পাসপোর্ট দেয়ার ডেট, সেদিন পাসপোর্ট অফিসে গিয়ে রশিদ দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করুন।
মনে রাখবেনঃ
যত লাইন থাকুক না কেন, অনলাইন ফর্মের জন্য কোন লাইন ধরা লাগবে না। অবশ্যই বাসা থেকে সত্তয়িত করে নিয়ে যাবেন। ভোটার আইডি কার্ডের সত্তয়িত ফটোকপি এবং পুরানো পাসপোর্টের (যদি থাকে) ফটোকপি নিয়ে যাবেন। সাদা কাপর পড়ে ছবি তোলা যাবে না।
বিস্তারিত পড়ুন

How To Creat passpot in bangladesh,কোথায় করবেন? হারিয়ে গেলে কি করবেন?

How To Creat passpot in bangladesh,কোথায় করবেন? হারিয়ে গেলে কি করবেন?
পাসপোর্ট বিদেশ যাওয়ার অপরিহার্য অনুষঙ্গ।বৈধভাবে পৃথিবীর যে কোন দেশে যেতে হলে সংশ্লিষ্ট ব্যাক্তির একটি পাসপোর্ট প্রয়োজন। এটি রাষ্ট্রের নাগরিক হিসেবে স্বীকৃতিরও বড় দলিল।জাতীয় পরিচয়পত্র বাংলাদেশের নাগরিক হিসেবে অন্যতম জোরালো প্রমাণপত্র।কিন্তু দেশের গন্ডি পেরোলেই এ পরিচয়পত্র প্রায় অচল।সেখানে কেবল পাসপোর্টই ব্যাক্তির হয়ে স্বাক্ষ্য দিতে পারে।প্রমাণ করতে পারে তিনি বাংলাদেশের নাগরিক। তাই শুধু বিদেশ যাওয়া নয়, মর্যাদাপূর্ণ স্বীকৃতির জন্যও প্রত্যেক নাগরিকেরই পাসপোর্ট থাকা উচিত।
তাছাড়া জীবনে অনেক প্রয়োজনের বিষয় হঠাৎ এসে হাজির হয়। একজন ছাত্র হয়তো আকষ্মিকভাবে বিদেশে একটি বৃত্তি পেয়ে যেতে পারেন, চাকরি জীবনে হঠাৎ আসতে বিদেশ ভ্রমণের সুযোগ আবার নিজে বা পরিবাবরের কোনো সদস্যের অসুস্থতায় চিকিৎসার জন্য বিদেশ যাওয়া লাগতে পারে। আগে থেকে পাসপোর্ট না থাকলে এমন জরুরী অবস্থায় দিশেহারা হয়ে যেতে হয়। কারণ এটি এমন জিনিস যা চাইলেই এক/দু’দিনে পাওয়া সম্ভব নয়। তাই নিজের পাসপোর্টটি করে রাখাই ভালো।
পাসপোর্টের ধরণ:
সাধারণভাবে পাসপোর্ট দুই ধরনের। হাতে লেখা পাসপোর্ট ও মেশিনে পাঠযোগ্য পাসপোর্ট। তবে বর্তমানে হাতে লেখা পাসপোর্ট ইস্যু করা হচ্ছে না। কেবল পুরনো পাসপোর্টের নবায়ন হচ্ছে। আগামি বছর পর্যন্ত এ ধরনের পাসপোর্ট ব্যবহার করা যাবে। তাছাড়া অনেক দেশের ইমিগ্রেশন কর্তৃপক্ষ এখন হাতে লেখা পাসপোর্ট গ্রহণ করেন না। তাই মেশিনে পাঠযোগ্য পাসপোর্টই কার্যকর। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) নীতিমালা অনুযায়ী ২০১২ সালের এপ্রিল মাস থেকে মেশিনে পাঠযোগ্য পাসপোর্ট (মেশিন রিডেবল পাসপোর্ট-এমআরপি) চালু হয়েছে।
মেশিনে পাঠযোগ্য পাসপোর্ট
মেশিনে পাঠযোগ্য পাসপোর্ট (এমআরপি) দেখতে হাতে লেখা পাসপোর্টর মতোই। তবে কার্যকারিতার দিক থেকে বেশ পার্থক্য আছে। মেশিনে পাঠযোগ্য পাসপোর্টে ছোট্ট ইলেকট্রনিক চিপ থাকে। সে চিপে সংরক্ষণ করা হয় পাসপোর্টধারী ব্যাক্তির বিভিন্ন তথ্য। বিশেষ সফটওয়্যারসম্পন্ন কম্পিউটার এ পড়তে পারে। বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগ যাত্রীদের তথ্য এ পাসপোর্ট থেকে তাদের তথ্য ভান্ডারে নিয়ে সংরক্ষণ করে। কোনো ব্যাক্তিকে সন্দেহভাজন মনে হলে তাদের কাছে থাকা তথ্যের সঙ্গে মিলিয়ে দেখে।
কিভাবে আবেদন করবেন
নির্ধারিত ফরম পূরণের মাধ্যমে পাসপোর্টের জন্য আবেদন করা যায়। কাগজের মুদ্রিত ফরম পূরণ করে আবেদন করতে হয়। অনলাইনেও আবেদন প্রক্রিয়ার একটি অংশ সম্পন্ন করা যায়। তবে সে ক্ষেত্রেও মুদ্রিত ফরম পূরণ করে জমা দিতে হবে।
পাসপোর্ট অধিদপ্তরের প্রধান কার্যালয় ও আঞ্চলিক কার্যালয়ে এ ফরম পাওয়া যায়। এছাড়া পাসপোর্ট অধিদপ্তরের ওয়েবসাইট থেকেও এ ফরম ডাউনলোড করা সম্ভব। এখানে ক্লিক করে ডাউনলোড করতে পারেন
অনলাইনে ফরম পূরণের জন্য প্রথমেই যান পাসপোর্ট অফিসের এই সাইটে – http://www.passport.gov.bd/ । নির্দেশনা ভালোভাবে দেখুন, সতর্কতার সাথে একাউন্ট খুলুন । আপনার নাম ও ব্যক্তিগত তথ্যাদি ( যেমন নামের বানান, প্যারেন্টস এর নাম )  যেন শিক্ষাগত সার্টিফিকেটের মতই হয় সেদিকে খেয়াল রাখুন।
আবেদনপত্রে যা যা আছে:
চার পৃষ্ঠার এ আবেদনপত্রে আবেদনকারীকে নাম, বাবার নাম, মাতার নাম, তাদের পেশা, জাতীয়তা, জন্মস্থান, জন্ম তারিখ, জন্ম সনদপত্র নম্বর, জাতীয় পরিচয়পত্রের নম্বর, বর্তমান ও স্থায়ী ঠিকানা, যোগাযোগের তথ্য সরবরাহ করতে হবে। এসব তথ্য সঠিক এবং নির্ভূল ভাবে পূরণ করে আবেদনকারীকে নির্দিষ্ট জায়গায় স্বাক্ষর ও তারিখ লিখতে হবে। এ ছাড়া আবেদনকারীকে একটি ৫৫ × ৪৫ মিলিমিটার আকারের রঙিন ছবি (পাসপোর্ট সাইজ ছবি) ফরমে আঠা দিয়ে লাগানোর পর সত্যায়িত করতে হবে। ছবিটি এমনভাবে সত্যায়িত করতে হবে যেন সত্যায়নকারীর স্বাক্ষর এবং সীলমোহর এর অর্ধেক অংশ ছবির উপর আর বাকি অর্ধেক অংশ ফরমের কাগজে থাকে। এক্ষেত্রে, দুটি আবেদন ফরম পূরণ করে জমা দিতে হবে।
যারা সত্যায়িত করতে পারবেন:
আবেদন ফরমের সত্যায়ন করতে পারবেন- ১. সাংসদ ২. সিটি করপোরেশনের মেয়র, ডেপুটি মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর ৩. গেজেটেড কর্মকর্তা ৪. বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ৫. উপজেলা পরিষদ ও ইউনিয়নের চেয়ারম্যান ৬. পৌরসভার মেয়র ৭. বেসরকারি কলেজের শিক্ষক ৮. বেসরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ৯. দৈনিক পত্রিকার সম্পাদক ১০. পৌর কাউন্সিলর ১১. রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বায়ত্তশাসিত সংস্থা বা করপোরেশনের নতুন জাতীয় বেতন স্কেলের সপ্তম বা তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা।
পাসপোর্টের ফি :
পাসপোর্টের জন্য দুই ধরনের ফি নির্ধারিত হয়েছে। সাধারণ পাসপোর্টের জন্য তিন হাজার টাকা এবং জরুরি পাসপোর্টের জন্য ছয় হাজার টাকা ব্যাংকে জমা দিতে হবে। টাকা জমা দিতে হবে আগের মতোই সোনালী ব্যাংকের নির্ধারিত শাখায়। (টাকা জমা দেওয়ার সময় আরো VAT হিসেবে আরও ১০ টাকা জমা দিতে হবে)। টাকা জমা দেয়ার পর আপনাকে দেয়া রশিদের অংশে একটি নম্বর লিখে দিবে। এই নম্বরটি আপনার পাসপোর্ট ফরমের ক্রমিক নং ২৫ এ নিদিষ্ট শূন্যস্থানে বসাতে হবে। এরপর রশিদটি আপনার পাসপোর্ট ফরমের ১ম পাতার উপরের অংশে ডানদিকে আঠা দিয়ে সংযুক্ত করতে হবে।
যে সকল কাগজপত্র লাগবে:
সঠিকভাবে পূরণ করা আবেদন ফরমের সঙ্গে প্রার্থীকে আবেদনকারীর একটি রঙিন ছবি আঠা দিয়ে নির্দিষ্ট স্থানে লাগিয়ে দিতে হবে, সঙ্গে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদপত্রের ফটোকপি। অপ্রাপ্তবয়স্ক (১৫ বছরের কম) আবেদনকারীর ক্ষেত্রে আবেদনকারীর বাবা ও মায়ের একটি করে রঙিন ছবিও লাগবে।
আবেদন পত্র জমা দেওয়ার আগে:
আবেদন পত্র জমা দেওয়ার আগেই তা নির্দিষ্ট আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তা এটি ভেরিফিকেশন বা যাচাই করবেন। আবেদপত্রটি ভেরিফিকেশন করানোর আগে এর সঙ্গে ব্যাংকে টাকা জমা দেওয়ার রশিদটি আঠা দিয়ে আবেদন পত্রের সঙ্গে যোগ করে দিতে হবে। এ ছাড়া আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত ছবিটিও যথাযথ কর্মকর্তাকে দিয়ে সত্যায়িত করে নিতে হবে।ছবিটি এমনভাবে সত্যায়িত করতে হবে যেন সত্যায়নকারীর স্বাক্ষর এবং সীলমোহর এর অর্ধেক অংশ ছবির উপর আর বাকি অর্ধেক অংশ ফরমের কাগজে থাকে। পাশাপাশি জাতীয় পরিচয় পত্র বা জন্ম নিবন্ধন সনদের ফটোকপিটিও সত্যায়িত হতে হবে। যদি কারও জাতীয় পরিচয় পত্র না থাকে তাহলে পাসপোর্ট ফরমের তৃতীয় পৃষ্ঠায় নির্দিষ্ট স্থানে বসবাসরত এলাকার জনপ্রতিধি দ্বারা প্রত্যয়ন করিয়ে নিতে হবে। এমআরপির আবেদন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাচ্ছে দেশের ১০টি আঞ্চলিক পাসপোর্ট অফিসে। প্রতিটি আঞ্চলিক অফিসের অধীনে রয়েছে কয়েকটি জেলা।
আঞ্চলিক অফিস-  ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, রাজশাহী, বরিশাল, রংপুর, যশোর ও গোপালগঞ্জ।
ঢাকা: ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুর ও নারায়ণগঞ্জ জেলা।
ময়মনসিংহ: ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, নেত্রকোণা ও কিশোরগঞ্জ জেলা।
চট্টগ্রাম: চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার জেলা।
কুমিল্লা: কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, লক্ষীপুর, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া জেলা।
সিলেট:  সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা।
রাজশাহী: রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা, জয়পুরহাট ও বগুড়া জেলা।
বরিশাল: বরিশাল, পটুয়াখালী, বরগুনা, ভোলা, পিরোজপুর ও ঝালকাঠি জেলা।
রংপুর: রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট ও গাইবান্ধা জেলা।
যশোর: যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, মাগুরা, নড়াইল, খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলা।
আবেদনপত্র জমা দেওয়ার নিয়ম:
আবেদন পত্রটির ভেরিফিকেশন করে দায়িত্বরত কর্মকর্তা আবেদনপত্র যাচাই করে সিলসহ স্বাক্ষর করবেন। এরপর আবেদনপত্রটি নির্দিষ্ট স্থানে জমা দিতে হবে। পাসপোর্ট অফিসেই খোলা আছে বেশ কয়েকটি বুথ। এসব বুথেই জমা দিতে হবে। আবেদনপত্রটি জমা দেবার সময় পাসপোর্ট অফিসের দায়িত্বরত ব্যাক্তি আপনার তথ্যগুলো কম্পিউটারে এন্ট্রি করে রাখবেন। এরপর তিনি আপনাকে একটি টোকেন দেবেন। এরপর সে টোকেনসহ আবেদনপত্রটি নিয়ে ছবি তোলার জন্য আরেকজন কর্মকর্তার কাছে যেতে হবে। জাতীয় পরিচয়পত্রের জন্য যেভাবে ছবি তোলা হয়েছিলো, এখানেও একইভাবে নির্দিষ্ট মাপের ছবি তোলা হবে। এছাড়াও দুই হাতের আঙ্গুলের ছাপও দিতে হবে ইলেকট্রনিক মেশিনে । এরপর নেয়া হবে ইলেকট্রনিক স্বাক্ষর। তবে, ইলেকট্রনিক স্বাক্ষর আবেদন পত্রের স্বাক্ষরের সঙ্গে যেনো মিল থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এই প্রক্রিয়া শেষে কর্তৃপক্ষ পাসপোর্ট সংগ্রহের জন্য একটি আলাদা ডকুমেন্ট দেবে এবং আবেদনপত্রটি রেখে দিয়ে আপনাকে পাসপোর্ট সংগ্রহ করার তারিখও জানিয়ে দেবেন।আবেদন ফরম জমা দেওয়ার সময় আবেদনকারীকে অবশ্যই নিজে উপস্থিত থাকতে হবে। ফরম জমা দেওয়ার সময় আবেদনকারীর আঙুলের ছাপ রাখা হবে এবং মুখের ছবি তোলা হবে।
পুলিশ প্রতিবেদন:
কয়েকটি ব্যাতিক্রম ছাড়া বাকী সব ক্ষেত্রে পাসপোর্টের জন্য পুলিশ প্রতিবেদন লাগে। আবেদনপত্র জমা হওয়ার পর পাসপোর্ট অধিদপ্তর আবেদন বা ফরমের একটি কপি পুলিশ বিভাগের কাছে পাঠিয়ে দেয়। সেখান থেকে এটি সংশ্লিষ্ট থানায় যায়। সেখান থেকে একজন কর্মকর্তা আবেদনকারীর ঠিকানায় সশরীরে গিয়ে তথ্য সংগ্রহ করেন। সাধারণভাবে কয়েকটি জিনিস দেখা হয়। এর মধ্যে রয়েছে-আবেদনকারীর ঠিকানা সঠিক কি-না,  এটি তার বর্তমান ঠিকানা হলে তিনি সেখানে অবস্থান করেন কি-না, শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য তথ্য সঠিক কি-না। এ ক্ষেত্রে পরিদর্শনে আসা পুলিশ কর্মকর্তা আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ, পৌরসভা/ইউনিয়ন পরিষদের সনদপত্র, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র এবং পাসপোর্ট সাইজের ছবি চাইতে পারে।এছাড়া থানায় রক্ষিত তথ্যভান্ডারের সঙ্গে মিলিয়ে দেখা হয় আবেদনকারী কোনো অপরাধমূলক কর্মকান্ডে জড়িত কি-না। তবে এসব কোনো বড় ইস্যু হয় না। পুলিশ কর্মকর্তা কনভিন্সড হলে প্রতিবেদন ইতিবাচক না হওয়ার কথা নয়। মনে রাখবেন, এ প্রতিবেদন যদি ইতিবাচক না হয় তাহলে পাসপোর্ট অধিদপ্তর আপনার পাসপোর্ট ইস্যু করবে না।
কিছু ক্ষেত্রে পুলিশ প্রতিবেদন প্রয়োজন নাই-
১.  জাতীয় সংসদের সদস্য,
২.  তিন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য,
৩.  সিটি কর্পোরেশন এবং পৌরসভার মেয়র ও কাউন্সিলর,
৪.  উপজেল পরিষদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান,
৫.  ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান,
৬.  সকল পর্যয়ে সামরিক-বেসামরিক সরকারী কর্মকর্তা ও কর্মচারী,
৭.  সংশ্লিষ্ট প্রতিষ্ঠান/সংস্থার প্রত্যানয় সাপেক্ষে আধাসরকারী  ও রাষ্ট্রায়ত্ব সংস্থায় কর্মরত স্থায়ী কর্মকর্তা ও কর্মচারী,
৮.  অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা ও কর্মচারী এবং তাদের স্ত্রী
৯.  সরকারী কর্মকর্তা/কর্মচারী এবং তাদের  স্ত্রী  এবং ১৫ (পনের) বছরের কম বয়সের সন্তান।
১০. ৫ /১০ বৎসর অতিক্রান্ত কিন্তু ১২ বছরের অধিক নহে এমন বৈধ সমর্পনকৃত (সারন্ডারড) পাসর্পোটের ক্ষেত্রে পুলিশ প্রতিবেদনের প্রয়োজন নেই|
বি:দ্র: স্ত্রী / ১৫ বৎসরের নিচের বয়সের সন্তানদের ক্ষেত্রে- কর্মকর্তা/কর্মচারীরর সন্তান এবং তার উপর নির্ভরশীল মর্মে প্রত্যয়ন  দিতে হবে।
পাসপোর্ট সংগ্রহ:
কর্তৃপক্ষের দেওয়া তারিখে পাসপোর্ট সংগ্রহ করা যাবে। তবে, এই সময়ের মধ্যে অবশ্যই পুলিশ ভেরিফিকেশন শেষ হতে হবে। পাসপোর্ট দেবার আগে ডিবি পুলিশ বর্তমান এবং স্থায়ী ঠিকানায় ভেরিফিকেশন করে। আর পুলিশের রিপোর্ট দেওয়ার পরই পাসপোর্ট পাওয়া যায়।
এমআরপি পাসপোর্টের বৈশিষ্ট্য:
মেশিনে পাঠযোগ্য পাসপোর্ট বিভিন্ন দেশের উন্নত প্রযুক্তিনির্ভর পাসপোর্টের আদলে তৈরি। এ পাসপোর্টে উন্নত দেশগুলোর পাসপোর্টের মতোই বিশেষ কাপড়ের কভার ব্যবহার করা হয়েছে। হাতে লেখা পাসপোটের মতোই শুরু থেকে ৫ থেকে পঞ্চম পৃষ্ঠা পর্যন্ত ছবিসহ প্রয়োজনীয় এক পাতায় আছে। আছে জাতীয় পরিচয়পত্রের নম্বরও। পুরোনো পাসপোর্টে বিভিন্ন দেশের ভিসা লাগানো থাকলে সেগুলো এই পাসপোর্টে থাকছে না। এ পাসপোর্টে এক পাতার এসব তথ্যের পাশাপাশি একপাশে আছে বিশেষ সাংকেতিক নম্বর, যাকে ‘যন্ত্রে পাঠযোগ্য এলাকা’ বলা হয়। এই নম্বরের মধ্যেই থাকছে পাসপোর্টধারীর সব তথ্য, যা কম্পিউটার পড়তে পারে। জানা গেছে, পুরো প্রক্রিয়াটিই চলছে আন্তর্জাতিক মেশিন রিডেবল পাসপোর্টের অনুমোদন সংস্থা আইসিএভি-এর নির্দেশনা অনুসারে। এমআরপির তথ্যগুলো যখনই কম্পিউটার এই নম্বরের মধ্যে পড়ে, তখনই মনিটরে সেসব তথ্য দেখা যায়। এই পৃষ্ঠায় রয়েছে জাতীয় পশু বাঘ ও জাতীয় ফুল শাপলার জলছাপ। আরও আছে নানা ধরনের নিরাপত্তা দাগ। পাতার বিভিন্ন স্থানে বাঘের ছবির সঙ্গে বাংলাদেশ সরকারের নাম ও শহীদ মিনারের ছবি। এসব জলছাপ বিশেষ আলো দিয়ে দেখলে লেজার রশ্মির মতো দেখায়। এমআরপির শেষ পাতায় আছে সংসদ ভবনের ছবি ও পরিচিতি।
পাসপোর্টের মেয়াদ
সাধারণভাবে পাসপোর্টের মেয়াদ ১০ বছর। এরপর এটি বাতিল হয়ে যাবে। পাসপোর্টধারী ব্যাক্তিকে নতুন পাসপোর্ট সংগ্রহ করতে হবে। তাছাড়া বিদ্যমান পাসপোর্টের মেয়াদ ৫ বছর পার হওয়ার আগেই তা নবায়ন করতে হবে। নবায়ন করা না হলে ৫ বছর পর এ পাসপোর্ট তার বৈধতা হারাবে।
কিছু লক্ষণীয় বিষয়:
•    যে কোন সমস্যায় দায়িত্বরত আনসারদের সহায়তা নিন।
•    যে কোন সময় ব্যবহারের জন্য স্ট্যাপলার, পিন, আঠা, কলম ইত্যাদি সঙ্গে রাখবেন।
•    পুরো ঢাকা নগরীকে তিনটি অধিক্ষেত্রে বিভক্ত করা হয়েছে- উত্তরা, আগারগাঁও, যাত্রাবাড়ী অধিক্ষেত্র। টাকা জমা দেওয়ার ক্ষেত্রে যার ঠিকানা যে অধিক্ষেত্রের অন্তর্গত, তাকে সেই অধিক্ষেত্রের পাসপোর্ট অফিসে টাকা জমা দিতে হবে।
•     ছবি তোলার দিন পরিচ্ছন্ন কাপড় পরে যাবেন।
* পাসপোর্টে তথ্য ভুল হলে তা সংশোধন, পাসপোর্ট হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে করণীয় ইত্যাদি সম্পর্কে জানতে চোখ রাখুন অর্থসূচকে
বিস্তারিত পড়ুন

World famous 6 White Hat Hackers In The World

 World famous 6 White Hat Hackers In The World

Tim Berners-Lee

 

 এই মানুষটির অবদান বিশ্ববাসী কখনই ভুলতে পারবে না। এবং আপনি নিজেও চাইলে ইনার অবদান অস্বীকার করতে পারবেন না। কারন আমরা বর্তমানে যে Web ব্যাবহার করছি  এটা তিনারি আবিষ্কার। World Wild Web এর  কথাই বলছি যেটা তিনি না থাকলে হয়তো আমরা আজ পেতাম না। 

Stephen Wozniak

 

বিশ্বের অর্ধেক এর বেশি White Hat Hacker গন  Stephen Wozniak কে গুরু হিসাবে মানে। ইনাকে Apple এরও অর্ধেক বলা হয়। APPLE এ Steve Jobs এর পরেই যার অবদান তিনিই  Stephen Wozniak. তিনি বহু মানুষের মনে  আগ্রহর জন্ম দিয়েছেন কম্পিউটার সম্পর্কে জানার। এই মানুষটি নিজেও কখনো কম্পিউটারের প্রতি বিন্দুমাত্র আগ্রহ হারিয়ে ফেলেন নি। ইনাকে বেশির ভাগ মানুষ Woz নামেই ডেকে থাকেন।

Linus  Torvalds 

 

বিশ্ববিখ্যাত Linux Operating System এর জনক এই Linus Trovals । তিনি সারাজীবন চেয়েছিলেন কম্পিউটার কে মজার বস্তু বানাতে এবং তিনি Linux এর মাধ্যমে সফলতাও পেয়েসেন। Linux  কে প্রথমে Freak নামে ডাকা হতো কারন তখন এটা দুটি শব্দের কম্বিনেশনে চলতো একটা "Free" অন্যটি "Freak" পরবর্তীতে তার  নামানুসারে এটাকে Linux নামে ডাকা  হয়।

Tsutomu Shimomura

 

White Hat Hackar এর বিশাল একটা উদাহরণ বলা চলে এই Tsutomu Shimomura  কে। Tsutomu Shimomura  Kevin Minitect এর বিভিন্ন রকমের খারাপ কর্মকাণ্ড নস্যাৎ করে দেন। Kevin Mitnick কে কম্পিউটার ক্রিমিনাল বলে ডাকা হয়। Tsutomu Shimomura বর্তমানে Neofocal System এর CEO এবং CTO হিসাবে কর্মরত রয়েছেন।

Richard Matthew Stallman  

 

Richard Matthew Stallman কে মজা করে সংক্ষেপে RMS নামে ডাকা হয়। তিনি সবসময় সফটওয়্যার ব্যাবহারের স্বাধীনতা দিতে চেয়েছেন  সেটা শিক্ষাক্ষেত্রে, এবং ব্যাবহার কারীর ইচ্ছা মতো সফটওয়্যার পছন্দ দের বেলাতেও। তিনি NSU তে বর্তমানে চাকুরীরত রয়েছেন যেটা একটি ফ্রী সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান। 

Johanna Rutkowska

প্রযুক্তি অথবা কম্পিউটার সম্পর্কে যখনই   বলা হয় আমরা পুরুষদেরই উল্লেখ করে থাকি। আজ জানবো প্রজুক্তিতে মেয়েদের অবদানও কম না। ওপরে যে মহিলা টিকে দেখছেন ইনি Johanna Rutkowska । এই মহিলা টি  RootKits Virus কে লুকিয়ে রাখতে পারে সফটওয়্যার এর মাঝে। এটা আপনার কম্পিউটার এর জন্য প্রয়োজনীয় তবে মজার ব্যাপার আপনার Anti Virus এটাকে ধরতে পারে না।
বিস্তারিত পড়ুন

ওয়েব ডিজাইনার হতে চাচ্ছেন ? তাহলে তা হলে জেনে নিন ওয়েব ডিজাইনার হতে কি কি লাগে...

ওয়েব ডিজাইনার হতে চাচ্ছেন ? তাহলে তা হলে জেনে নিন ওয়েব ডিজাইনার হতে কি কি লাগে...
ওয়েব ডিজাইনার হতে চাচ্ছেন ? তাহলে তা হলে জেনে নিন ওয়েব ডিজাইনার হতে কি কি লাগে...
ওয়েব ডিজাইনার হতে হলে আপনাকে যা যা করতে হবে

একটি ওয়েব সাইট ডিজাইন করতে হলে অবশ্যই আপনাকে ২ টি ভাষা জানতে হবে।


HTML (এইচটিএমএল) এর ফুল মিনিং হল: Hyper Text Markup Language
CSS (সিএসএস) এর ফুল মিনিং হল: Cascading Style Sheets

এই দুটি ভাষা জানলেই আপনি একটি ওয়েব সাইট তৈরী এবং ডিজাইন করতে পারবেন।

এইচটিএমএল দিয়ে একটি ওয়েব পেজ তৈরী করা যায় এবং সিএসএস তা ডিজাইন করা যায়।

আপনার মনে প্রশ্ন আসতে পারে যে "এই দুটি ভাষা আমি কোত্থেকে শিখবো" ?

সেখার জন্য অনেক জায়গা রয়েছে। কোত্থেকে শিখতে চান সেটা আপনি ই ঠিক করুন।
আপনি শিখতে পারেন ভিডিও টিউটোরিয়াল দেখে।

Youtube থেকে আপনি বাংলা html এবং css ভিডিও টিউটোরিয়াল দেখে শিখতে পারেন।

যদি ঠিক করেন আপনি ভিডিও টিউটোরিয়াল দেখেই শিখবেন তাহলে এই লিঙ্কে প্রবেশ করে youtube থেকে ভিডিও সংগ্রহ করুন।

আমি আপনাকে পরামর্শ দিব এই দুটি ভাষা আপনি হাতে কলমে শিখুন!

না হাতে কলমে সেখার জন্য কোন institute ভর্তি হওয়ার প্রয়োজন নেই, ঘরে বসেই আপনি শিখতে পারেন।

সেখার জন্য আপনাকে জেতে হবে W3schools এ!

হ্যাঁ ভাই ভার্চুয়াল জগথেও স্কুল রয়েছে!
আপনি চাইলে প্রতিদিন ক্লাস করে পরিক্ষা দিয়ে আপনার দক্ষতা বাড়াতে পারেন।

ভাষা সেখার জন্য এই ওয়েবসাইট টি বিশ্বের অন্যতম।

তাই আর সময় নষ্ট না করে লেগে পড়ুন কাজে আর জীবনে সফলতা নিয়ে আসুন।

একটা কথা মনে রাখবেন এগুলো সেখার জন্য আপনি যেই ইস্কুলে যাবেন সেখানে ফাকি দেওয়ার চেষ্টা করবেন না, যদি করেন তাহলে আপনার থেকে বেশি ক্ষতি আর কারো হবেনা।

ইস্কুলের ঠিকানাটা হল : http://www.w3schools.com

এখানে গেলেই আপনি সব কিছু বুঝতে পারবেন।

কোন সমস্যা বা সাহায্যের প্রয়োজন হলে আমাকে ফেসবুকে পাবেন।
বিস্তারিত পড়ুন

৫ এমবি প্রত্যেক জিপি শিমে , ৫ এসএমএস ৫ এম,এমএস একদম ফ্রি by gp sim

৫ এমবি প্রত্যেক জিপি শিমে , ৫ এসএমএস ৫ এম,এমএস একদম ফ্রি by gp sim

প্রত্যেক জিপি শিমে ৫ Mb, ৫ MMS, ৫ SMS একদম ফ্রি!!
কিছু বলার নেই!! *৯৯৯*১# ডায়াল করুণ।
এই অফারটি প্রত্যেক জিপি সিমের জন্য। আমি আমার ৩ টা জিপি সিমেই নিয়েছি। ধন্যবাদ।
বিস্তারিত পড়ুন

৫জি এর orginal মাঠপরীক্ষা সম্পন্ন : অর্জিত ডাটা স্পিড 3.6GBPS

৫জি এর orginal মাঠপরীক্ষা সম্পন্ন : অর্জিত ডাটা স্পিড 3.6GBPS
প্রতিনিয়ত সামনে এগিয়ে যাওয়াই প্রযুক্তির লক্ষ্য। তাই প্রযুক্তিবিদেরা বর্তমানের ৪জি এলটিই এর গতি নিয়ে সন্তুষ্ট নন, তারা চান আরো পথ যেতে। এই আকাঙ্খা থেকেই হুয়েই এর নেটওয়ার্কিং বিভাগের প্রযুক্তি কারিগরেরা জাপানের ক্যারিয়ার এনটিটি ডুকোমোর সাথে মিলে ৫জি ওয়্যারলেস সার্ভিসের মাঠ পরীক্ষা করতে নেমেছেন। সম্প্রতি গবেষণাগারের সুনিয়ন্ত্রিত পরিবেশের বাইরে গিয়ে জাপানের উন্মুক্ত স্থানে তারা এই পরীক্ষাটি সম্পন্ন করেছেন। ৬ গিগাহার্টজের কম ব্যান্ড ব্যবহার করে একটি পরীক্ষায় গবেষণাদলটি ৩.৬ জিবিপিএস ডাটা স্পিড উঠাতে পেরেছেন। এতে ব্যবহৃত ব্যান্ড বাস্তব ক্ষেত্রেও ব্যবহার করা যাবে বলে এই পরীক্ষাটি একটি বিশেষ অর্জন বলে বিবেচনা করছেন সংশ্লিষ্ট গবেষকগণ। এখানে বলা প্রয়োজন, নকিয়া এবং স্যামসাং-ও এরই মধ্যে ৫জি নিয়ে পরীক্ষা চালিয়েছে। তবে তাদের পরীক্ষায় ব্যবহৃত ব্যান্ড বাস্তব ক্ষেত্রে কার্যকর করতে হলে সম্পূর্ণ নতুন অবকাঠামো গড়ে তুলতে হবে ।
মোবাইল ফোন নির্মাতাগণ খুব তাড়াতাড়ি ৫জি পেতে আগ্রহী। তারা ২০২০ মধ্যে এই প্রযুক্তি গ্রাহকদের হাতে তুলে দিতে চান। অবশ্য গত মাসে বিগ রেড এর প্রধান তথ্য ও প্রযুক্তি আর্কিটেট রজার গুরনানী ইঙ্গিত দিয়েছেন যে, ভেরিজন ২০১৭ এর মধ্যে এ প্রযুক্তি বাজারে আনতে সক্ষম হতে পারে।
অন্যদিকে এনটিটি ডুকোমো’র ভাইস-প্রেসিডেন্ট তাকেহিরো নাকামুরার ভাষ্য, “যেহেতু পৃথিবীতে এই প্রথমবারের মতো এতো বড় মাপের বহুমূখী-ব্যবহারের জন্যে পরিবেশ পরীক্ষায় সাফল্য পাওয়া গেল তাই এটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ফলক। ২০২০ সালের মধ্যে ৫জি বাজারজাত করার জন্যে কাজ করে যাওয়া ইন্ড্রাস্ট্রির জন্যে এটি অনেক বড় উৎসাহের বিষয়। হুয়েই ও ডুকোমো উভয়েই প্রচন্ড পরিশ্রম করেছে। আমি নিজেও জাপানে হতে যাওয়া পরবর্তী পরীক্ষায় আরো বড় হৃদয়গ্রাহী ফলাফলের অপেক্ষায় আছি।”
“যৌথভাবে পরিচালিত এই মাঠ পরীক্ষা ২০১৮ এর আগে ৫জি এর উন্নয়ন সাধনের জন্যে হুয়েই এর অঙ্গীকার পূরণের লক্ষ্যে এক তাৎপর্যময় অগ্রগতি। এই ফলাফল প্রমাণ করছে যে, আমরা দ্রুত যেতে পারছি এবং সঠিক পথেই হাঁটছি। আমি নিশ্চিত আমরা এ পরীক্ষা থেকে যা শিখেছি তা আমাদের চলমান ৫জি গবেষণাকে আরো সৃজনশীল প্রযুক্তি সৃষ্টিতে এগিয়ে নিয়ে যাবে।”- ড. ওয়েন টং, সিটিও, হুয়েই ওয়্যারলেস।
আইটিইউ-এর মতে ৫জি এর গতি ২০জিবিপিএস হওয়া উচিত। এখন একটি মুভি ডাউনলোড করতে বেশ কয়েক মিনিট সময় লেগে যায় কিন্তু ৫জি সঠিক ভাবে কাজ করলে একই কাজ করা যাবে চোখের পলকে।
ভেরিজন গত মাসে জানিয়েছে যে, তারা আগামী বছরেই ৫জি ব্যবহারের মাঠ পর্যায়ে পরীক্ষা সম্পন্ন করতে চাইছে। এ লক্ষ্যে পৌঁছতে তারা ইতোমধ্যে অ্যালকাটেল-লুসেন্ট, সিসকো, এরিকসন, নকিয়া এবং কোয়ালকম এর সাথে কাজ শুরু করে দিয়েছে।
বিস্তারিত পড়ুন

Grameenphone Sim দিচ্ছে ১ জিবি ইন্টারনেট মাত্র ৯ টাকায় সাথে রেফারার হয়ে নিন আরও ১০০ এমবি ফ্রী জলদি করুন

Grameenphone Sim দিচ্ছে ১ জিবি ইন্টারনেট মাত্র ৯ টাকায় সাথে রেফারার হয়ে নিন আরও ১০০ এমবি ফ্রী জলদি করুন
> এটি একটি বন্ধ সংযোগ অফার,
> আপনার সিমটি এই অফারের
আওতাভুক্ত আছে কিনা জানতে
BHK Space আপনার নম্বর লিখে 9999
এ পাঠান।
> অফারটি পেতে ডায়াল করুন
*111*90#।
> এভাবে চারবার ডায়াল করে
4GB নেওয়া যাবে।
> আর Referrer এর ১০০ mb নিতে
আপনার নম্বর থেকে [SN space
Referrer নম্বর] লিখে 9999 পাঠান।
বিস্তারিত পড়ুন

3D(Bar) বার আঁকার সি প্রোগ্রাম এর সোর্স কোড(programmine)

3D(Bar) বার আঁকার সি প্রোগ্রাম এর সোর্স কোড(programmine)
প্রথমে Turbo++ Software টি এখান থেকে Download করে  install  করুণ
তারপর File এ ক্লিক করুণ
File থেকে New এ ক্লিক করুন
নিচের কোড লিখে Ctrl+F9চাপুন ব্যাস কাজ শেষ
#include<stdio.h>
#include<conio.h>
#include<graphics.h>
void main()
{
int driver, mode;
driver=DETECT;
mode=0;
initgraph(&driver,&mode,"c:\\tc\\bgi");
bar(100,100,120,200);
getch();
}
বিস্তারিত পড়ুন

Facebook smse text edting tips only for you...

Facebook smse text edting tips only for you...



ƒα¢εвøøќ ṡмṡ ¢øммαи∂ṡ...

✪ Status আপডেট করতে চাইলে...
আপনার স্ট্যটাস লিখে 32665 তে পাঠিয়ে দিন।
exemple: im in my home to 32665
✪ Status মুছে ফেলতে হলে...
undo লিখে 32665 তে পাঠিয়ে দিন।
exemple: undo to 32665
✪ কাউকে Massage পাঠানোর জন্য…
msg(space)আপনার বন্ধুর নাম(space)আপনার মেসেজ লিখে 32665 তে পাঠিয়ে দিন।
exemple: msg Tanvir Hasan what’s up to 32665
✪ কারো মোবাইল নাম্বার বের করতে (আপনার ফ্রেন্ড লিস্টে থাকতে হবে এবং তার ফেসবুকের info তে নাম্বার দেয়া থাকলে)…
cell(space)আপনার বন্ধুর নাম লিখে 32665 তে পাঠিয়ে দিন।
exemple: cell Tanvir Hasan to 32665
✪ আপনার Event দেখতে চাইলে...
event লিখে 32665 তে পাঠিয়ে দিন।
exemple: event to 32665
✪ কোনো বন্ধুর Wall এ লেখা Post করতে চাইলে...
wall(space)আপনার বন্ধুর নাম(space)আপনার মেসেজ লিখে 32665 তে পাঠিয়ে দিন।
exemple: wall Tanvir Hasan happy birthday to 32665
✪ কাউকে ফেসবুকে Search করতে চাইলে...
search(space)ব্যক্তির নাম লিখে 32665 তে পাঠিয়ে দিন।
exemple: search Tanvir Hasan to 32665
✪ কোনো ফ্রেন্ডকে add করতে চাইলে...
add(space)আপনার বন্ধুর নাম লিখে 32665 তে পাঠিয়ে দিন।
exemple: add Tanvir Hasan to 32665
✪ ছবি সম্পর্কিত সাহায্যের জন্য...
photos লিখে 32665 তে পাঠিয়ে দিন।
exemple: photos to 32665
✪ আপনার গ্রুপগুলো দেখতে চাইলে......
group লিখে 32665 তে পাঠিয়ে দিন।
exemple: group to 32665
✪ কোনো বন্ধুর Status নিয়মিত Sms আকারে পেতে হলে(Subscribe করতে হলে)...
subscribe(space)আপনার বন্ধুর নাম লিখে 32665 তে পাঠিয়ে দিন।
exemple: subscribe Tanvir Hasan to 32665
✪ কোনো বন্ধুর Status নিয়মিত Sms আকারে পাওয়া বন্ধ করতে হলে(Unsubscribe করতে হলে)...
unsubscribe(space)আপনার বন্ধুর নাম লিখে 32665 তে পাঠিয়ে দিন।
exemple: unsubscribe Tanvir Hasan to 32665
✪ Tips এর জন্য...
tips লিখে 32665 তে পাঠিয়ে দিন।
exemple: tips to 32665
✪ সাহায্যের এর জন্য...
help লিখে 32665 তে পাঠিয়ে দিন।
exemple: help to 32665
✪ Facebook Text Massage সার্ভিসটি বন্ধ করতে চাইলে...
Stop লিখে 32665 তে পাঠিয়ে দিন।
exemple: Stop to 32665
✪ Facebook Text Massage সার্ভিসটি চালু করতে চাইলে...
on লিখে 32665 তে পাঠিয়ে দিন।
exemple: on to 32665
এখন থেকে মোবালেই ইউজ করুন ফেসবুক...
আশা করি আপনাদের কাজে লাগবে...
ভাল লাগলে কমেন্ট করতে ভুলবেন না...।
বিস্তারিত পড়ুন

Banglalink sim repiar regestion

Banglalink sim repiar regestion
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালই আছেন।
কথা না বাড়িয়ে কাজের কথায় চলে যাই।
আমরা যখন আমাদের সিমগুলো ক্রয় করেছিলাম তখন অনেকেই হয়তো নিজের আইডি ব্যবহার করে সিম ক্রয় করিনি।
কিন্তু সিমগুলো কোনো না কোনো নামে রেজিষ্ট্রেশন করা হয়েছে।
তাই এখন বাংলালিংক দিচ্ছে সেই সুযোগ যার মাধ্যমে সিমটি নিজের নাম ও আইডি ব্যবহার করে তথ্য হালনাগাদ করার।
তথ্য হালনাগাদ করার জন্য যা করতে হবে-
১.  এই লিংকে গিয়ে নিজের মোবাইল নম্বর ও কেপচা প্রবেশ করান।

২.  তারপর আপনার সিমে একটি i token  নম্বর যাবে। সেটি প্রবেশ করান।

৩. তারপর আপনার সকল তথ্য দ্বারা ফরমটি পূরণ করুন।

৪. তারপর আপনার তথ্য হালনাগাদের রিকোয়েস্ট যাবে বাংলালিংক এর অফিসে। তারা তথ্য গুলো যাচাই করে আপনার তথ্য হালনাগাদ করে দিবে।
৫. ফরম পূরণের সময় আপনার ছবি (100 কেবির কম) ও আইডি কার্ডের ছবি (100 কেবির কম) প্রয়োজন হবে। তাই হালনাগাদের পূর্বে এগুলো কম্পিউটারে সংরক্ষণ করুণ।
আজ এখানেই বিদায় নিচ্ছি। ভুল হলে মাফ করবেন।
সবার কাছে দোয়া প্রার্থী।
***নিচের শব্দ গুলো আর পড়ার প্রয়োজন নেই। কারণ 200 শব্দ পূরণের জন্য কপি পেষ্ট***


আজ এখানেই বিদায় নিচ্ছি। ভুল হলে মাফ করবেন।
সবার কাছে দোয়া প্রার্থী।
আজ এখানেই বিদায় নিচ্ছি। ভুল হলে মাফ করবেন।
সবার কাছে দোয়া প্রার্থী।
আজ এখানেই বিদায় নিচ্ছি। ভুল হলে মাফ করবেন।
সবার কাছে দোয়া প্রার্থী।
আজ এখানেই বিদায় নিচ্ছি। ভুল হলে মাফ করবেন।
সবার কাছে দোয়া প্রার্থী।
আজ এখানেই বিদায় নিচ্ছি। ভুল হলে মাফ করবেন।
সবার কাছে দোয়া প্রার্থী।
আজ এখানেই বিদায় নিচ্ছি। ভুল হলে মাফ করবেন।
সবার কাছে দোয়া প্রার্থী।
আজ এখানেই বিদায় নিচ্ছি। ভুল হলে মাফ করবেন।
সবার কাছে দোয়া প্রার্থী।
বিস্তারিত পড়ুন

আজ থেকে ভিন্ন ভাবে আয় করুন ১০০% সটীক

আজ থেকে ভিন্ন ভাবে আয় করুন ১০০% সটীক
আজকে আমি আপনাদের সাথে একটা সফটওয়্যার এর কথা বলব যার নাম হাইপার এন্টিভাইরাস .
হাইপার এন্টিভাইরাস সম্পর্কে
আমরা জানি আমাদের এন্টি ভাইরাস অনেক মানুষ জন্য বিশাল সুবিধার হতে পারে .আমাদের প্রতিদ্বন্দ্বিতা এভি সফটওয়্যার কোম্পানি তাই আমরা মানুষ আমাদের সম্পর্কে জানাতে একটি ভিন্ন কৌশল করার চেস্টা করছি . আমাদের পণ্য যাতে সুনিশ্চিত হয় যে আমরা প্রস্তাব করছি নগদ পরিশোধ করতে আমাদের সফটওয়্যার বিতরণের জন্য এটি সেরা প্রমাণ করতে বাজারে.
এখনে তিন ভাবে ইনকাম করা যায়
১)link share kora
2)Affiliate program
3)antivirus sale kora
cashout:paypal,visa/mastercard,bitcoin
এদর অনেক গুলু মেম্বারশিপ আছে তবে আমরা ফ্রি মেম্বার হয়ে কাজ করব.
আপনার ইনকাম কেমন হবে কিছু ছবি দিলাম.
১)link share kora

2)Affiliate program

3)antivirus sale kora

রেজিস্ট্রেশন করার প্রক্রিয়া নিচে দেওয়া হলো :
1) প্রথমে এই লিঙ্কে ক্লিক করুন
2)
3)উপরের দাপ পরিপূর্ণ হলে এবার লগইন করুন.
4) ইনকাম করার জন্য আপনাকে অবুস্যয় হাইপার এন্টিভাইরাস এর ফ্রি version ডাউনলোড করতে  হবে .
5)লগিইন করার পর ডাউনলোড এ ক্লিক korun
6)এরপর ফ্রি ডাউনলোড এর উপর ক্লিক করুন

7)একটা ফাইল নামবে ঐটা setup করুন.আপনার প্রায় আরো ৯০ mb খরচ হবে .
8)এবার আবার লগইন করুন ডান দিকে আপনার ব্যালান্স এর পরিমান দেওয়া আছে ঐখানে ক্লিক করুন . তারপর আপনার লিংক,রেফারলিংক সব কিছু পাবেন
9)এই এন্টিভাইরাস টা ব্যবহার করলে ও আপনার ইনকাম হবে .
10)  ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবন.
আপনাদের কোনো সমসসা টিউমেন্ট করবেন
বিস্তারিত পড়ুন