ওয়েব ডিজাইনার হতে চাচ্ছেন ? তাহলে তা হলে জেনে নিন ওয়েব ডিজাইনার হতে কি কি লাগে...

ওয়েব ডিজাইনার হতে চাচ্ছেন ? তাহলে তা হলে জেনে নিন ওয়েব ডিজাইনার হতে কি কি লাগে...
ওয়েব ডিজাইনার হতে হলে আপনাকে যা যা করতে হবে

একটি ওয়েব সাইট ডিজাইন করতে হলে অবশ্যই আপনাকে ২ টি ভাষা জানতে হবে।


HTML (এইচটিএমএল) এর ফুল মিনিং হল: Hyper Text Markup Language
CSS (সিএসএস) এর ফুল মিনিং হল: Cascading Style Sheets

এই দুটি ভাষা জানলেই আপনি একটি ওয়েব সাইট তৈরী এবং ডিজাইন করতে পারবেন।

এইচটিএমএল দিয়ে একটি ওয়েব পেজ তৈরী করা যায় এবং সিএসএস তা ডিজাইন করা যায়।

আপনার মনে প্রশ্ন আসতে পারে যে "এই দুটি ভাষা আমি কোত্থেকে শিখবো" ?

সেখার জন্য অনেক জায়গা রয়েছে। কোত্থেকে শিখতে চান সেটা আপনি ই ঠিক করুন।
আপনি শিখতে পারেন ভিডিও টিউটোরিয়াল দেখে।

Youtube থেকে আপনি বাংলা html এবং css ভিডিও টিউটোরিয়াল দেখে শিখতে পারেন।

যদি ঠিক করেন আপনি ভিডিও টিউটোরিয়াল দেখেই শিখবেন তাহলে এই লিঙ্কে প্রবেশ করে youtube থেকে ভিডিও সংগ্রহ করুন।

আমি আপনাকে পরামর্শ দিব এই দুটি ভাষা আপনি হাতে কলমে শিখুন!

না হাতে কলমে সেখার জন্য কোন institute ভর্তি হওয়ার প্রয়োজন নেই, ঘরে বসেই আপনি শিখতে পারেন।

সেখার জন্য আপনাকে জেতে হবে W3schools এ!

হ্যাঁ ভাই ভার্চুয়াল জগথেও স্কুল রয়েছে!
আপনি চাইলে প্রতিদিন ক্লাস করে পরিক্ষা দিয়ে আপনার দক্ষতা বাড়াতে পারেন।

ভাষা সেখার জন্য এই ওয়েবসাইট টি বিশ্বের অন্যতম।

তাই আর সময় নষ্ট না করে লেগে পড়ুন কাজে আর জীবনে সফলতা নিয়ে আসুন।

একটা কথা মনে রাখবেন এগুলো সেখার জন্য আপনি যেই ইস্কুলে যাবেন সেখানে ফাকি দেওয়ার চেষ্টা করবেন না, যদি করেন তাহলে আপনার থেকে বেশি ক্ষতি আর কারো হবেনা।

ইস্কুলের ঠিকানাটা হল : http://www.w3schools.com

এখানে গেলেই আপনি সব কিছু বুঝতে পারবেন।

কোন সমস্যা বা সাহায্যের প্রয়োজন হলে আমাকে ফেসবুকে পাবেন।

Related Posts
Previous
« Prev Post